১। নামাযে অশুদ্ধ পড়া।
২। নামাযের ভিতর কথা বলা।
৩। কোন লােককে সালাম দেওয়া ।
৪। সালামের উত্তর দেওয়া।
৫। উহ্! আহ্ শব্দ করা।
৬। বিনা ওজরে কাশা।
৭। আমলে কাছীর করা।
৮। বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা।
৯। তিন তাসবীহ পরিমাণ ছতর খুলিয়া থাকা।
১০। মুক্তাদী ব্যতীত অপর ব্যক্তির লােকমা নেওয়া।
১১। সুসংবাদ ও দুঃসংবাদে উত্তর দেওয়া।
১২। নাপাক জায়গায় সেজদা করা।
১৩। কেবলার দিক হইতে সিনা ঘুরিয়া যাওয়া ।
১৪। নামাযে কোরআন শরীফ দেখিয়া পড়া।
১৫। নামাযে শব্দ করিয়া হাসা।
১৬। নামাযে সাংসারিক কোন বিষয় প্রার্থনা করা।
১৭। হাঁচির উত্তর দেওয়া।
১৮। নামাযে খাওয়া ও পান করা।
১৯। ইমামের আগে মুক্তাদী দাঁড়ান।
.